বাসা বদল ট্রাক ও লেবার

বাসা বদল ট্রাক ও লেবর

আপনি যদি বাসা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে হাত পা গুছিয়ে বসে থাকবেন না। মাসের শুরুতেই প্রস্তুতি নিতে থাকুন, যখন যেটা সুযোগ হয় সেটাই গুছিয়ে ফেলুন। সমস্ত গোছগাছ হয়ে গেলে এবার বাসা বদলের জন্য ট্রাক ও লেবার পেতে একটি নির্ভরযোগ্য শিফটিং এজেন্সীর সাথে যোগাযোগ করে দিনক্ষন বলে ঠিক করে রাখুন। প্রয়োজনে তাদের বাসা আনিয়ে সব মালামাল দেখিয়ে দরদাম ঠিক করে রাখুন পরে যাতে কোন ঝামেলা না হয়।

সরাসরি মালামাল দেখালে কি সাইজের পিকাপ বা ট্রাক লাগবে কতজন লেবার লাগবে, কয়টি ট্রিপ হবে ইত্যাদি বিষয়ে একটি সম্যক ধারনা পাওয়া যায়। যদি তা না করা হয় তবে শিফটিং এর দিন এজেন্সীর সাথে কাষ্টমারের মনোমানিল্য হতে পারে। অনেকসময় ইহা চরম পর্যায়ে পৌছে যায়। এজেন্সী দেয় কাষ্টমারের দোষ, কাষ্টমার দেয় এজেন্সীর দোষ। এই দোষ চাপাচাপি থেকে রেহাই পেতে বাসা পরির্তন এর ১-২ সপ্তাহ আগে সবকিছু সরেজমিনে দেখিয়ে দরদাম ঠিক করলে শিফটিং এর সময় কোন প্রকার ঝামেলা পোহাতে হবেন। ফলে উভয় পক্ষই থাকবে খুশী।

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *